Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

পাইকগাছা দক্ষিনাঞ্চলের খুলনা জেলার একটি উপকূলীয় উপজেলা।এ উপজেলা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা, লবনাক্ততা, সেচের পানির দুষ্প্রাপ্যতা ইত্যাদি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ কৃষি উন্নয়নের প্রধান অন্তরায়। বিগত ২০০৭ সালের নভেম্বর মাসে ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলার প্রলয়াঙ্কারী ছোবলে এ উপজেলার কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এর প্রভাব সামগ্রিক কৃষি সেক্টরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করে। ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ মোট ৩১ টি ব্লক নিয়ে পাইকগাছা উপজেলার আয়তন ৪১১১৯ হেঃ। উপজেলার লোকসংখ্যা ২৮৯৩৪০ জন (২০১১ সনের সেনসাস মোতাবেক ০.০১% হারে বৃদ্ধি), মোট আবাদী জমি ২৪৯১৮ হেঃ, শস্যের নিবিড়তা ১৪২%। এই উপজেলার বর্তমান রোপা আমন ধানের আবাদী জমি ১৬৯৬৫ হেঃ, বোরো ধানের আবাদি জমি ৪৭০০ হেঃ ও শাকসবজির তিন মৌসুমে মোট আবাদি জমির পরিমাণ ৩১৩৬০ হেঃ। এছাড়া এই ঊপোজেলায় গম, ভূট্টা, পাট, পান, চুই ঝাল, সরিষা, মুগ, মসুর ডাল, তরমুজ সহ অন্যান্য ফসলের আবাদ হয়। নদী শাসন, পলি ব্যবস্থাপনা, খাল ও নদী খনন, পরিকল্পিত উপায়ে মাছ চাষ, লবণ সহিষ্ণু ফসল চাষ, উচ্চমূল্য ফসল চাষ, বাণিজ্যিক ভিত্তিতে সবজি চাষ ও শস্য বহুমুখী করণের মাধ্যমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। উপর্যুক্ত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের ফসলের ফলন অনেকাংশে বৃদ্ধি সম্ভব।