মেলার এবারের প্রতিপাদ্য ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত। মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন। কোনো দেশীয় ফল আমরা বিলুপ্ত হতে দেবো না। আমরা সেগুলো বাঁচিয়ে রাখার ও সংরক্ষণ করার চেষ্টা করছি। পাশাপাশি দেশীয় ফল রফতানি কিভাবে করা যায় সে বিষয়ে আমাদের চিন্তা রয়েছে। এছাড়া গবেষণার মাধ্যমে ফলের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। মেলা ঘুরে দেখা যায়, বাহারি সব দেশীয় ফলের পসরা সাজানো রয়েছে স্টলগুলোতে। আম, কাঁঠাল, আমলকি, ডালিম, জলপাই, চালতা, লটকন, নারিকেল, তাল, সুপারি, কামরাঙ্গা, কমলা লেবু, সাতকরা, বেল, হরতকি, কলা, তাল, নাশপাতি এ ধরণের অনেক ফল প্রদর্শিত হচ্ছে এবারের মেলায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS