Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Aman Cultivation
Details

প্রিয় সহকর্মী বৃন্দ, 

খরা ও বৃষ্টিপাতের বৈরী অবস্থায় আমন আবাদে কৃষকদের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করা জরুরি। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ সহকারি কৃষি কর্মকর্তা গণ এমনকি প্রকল্প পরিচালকগণ প্রয়োজনীয় ক্ষেত্রে সেচ পাম্প চালু  রেখে বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করে কৃষকদের সহযোগিতা করতে হবে। মাঠ পরিদর্শন জোরদার করে যেখানে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন সেটি নিতে হবে।

আশা করছি এ বিষয়ে সকলের আন্তরিক প্রচেষ্টায় আমন আবাদ স্বাভাবিক থাকবে।

ধন্যবাদ।

মহাপরিচালক

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Images
Attachments
Publish Date
06/08/2023
Archieve Date
28/08/2025